সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৫ সেশনের পূর্ণাঙ্গ সেটাপ সম্পন্ন


২২ জানুয়ারি, ঢাকা: ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৫ সেশনের জন্য পূর্ণাঙ্গ সেটাপ সম্পন্ন হয়েছে। গতকাল রাজধানীর একটি মিলনায়তনে উক্ত সেটাপ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এর পূর্বে গত ১৫ জানুয়ারী সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সহকারী পরিচালক মনোনয়ন সম্পন্ন হয়। পরিচালক হিসেবে মনোনীত হন শিল্পী জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক হিসেবে হাফেজ নিয়ামুল হোসাইন।

সেটাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর তত্ত্বাবধায়ক সিফাত আলম, সসাস এর নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা, সাইমুমের সাবেক পরিচালক শিল্পী আকরাম মুজাহিদ এবং শিল্পী আতিক তাশরীফ।

উক্ত সেটাপ অনুষ্ঠানে সাইমুমের বিভিন্ন সেক্টরে যে সকল ব্যাক্তিগন বিভিন্ন দায়িত্বের জন্য মনোনীত হয়েছেন তারা হলেন, অফিস সম্পাদক শিল্পী মোরশেদুল ইসলাম, অর্থ সম্পাদক রাফিকুল ইসলাম, আইটি ও প্রচার সম্পাদক সাইফুল মামুন, প্রকাশনা সম্পাদক এমদাদুল হক, এইচআরডি ও পাঠাগার সম্পাদক তাওহীদ আলম মন্ডল, শিল্প ও আইন সম্পাদক নাজমুল বিন আশশাব, মিডিয়া সম্পাদক হাসান আল বান্নাহ, সাহিত্য ও গবেষণা সম্পাদক আল মাহমুদ এবং কস্টিউমস ও প্রপস্ সম্পাদক আবু রায়হান বিপ্লব।

এছাড়াও সাইমুমের বিভিন্ন বিভাগের মধ্যে সঙ্গীত বিভাগ এর পরিচালক হাসান আল বান্নাহ, সহকারী পরিচালক মহিউদ্দিন আজাদ, অর্থ সম্পাদক সাইদুজ্জামান জিহাদ, অফিস সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন সাজিদ, প্রকাশনা সম্পাদক নয়ন মুরসালিন, কস্টিউমস এবং প্রপ্স কামরুল ইসলাম মেহেদী।

কিশোর বিভাগ এর পরিচালক শিল্পী রাআদ ইজামা, সহকারী পরিচালক তালহা সিফাত, অফিস সম্পাদক মনিরুজ্জামান রাহাত, অর্থ সম্পাদক আতাউর রহমান আকিব, এইচআরডি আবরার ফাহিম আবির, প্রকাশনা আব্দুল কাঈয়ুম ইয়াদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জায়েদ বিন দেলোয়ার, আইটি ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ নাযিল, প্রপ্স-কস্টিউমস ও ক্রীড়া সম্পাদক সামিন হাসান। 

শিশু বিভাগ এর পরিচালক কে. এম. সাব্বির, সহকারী পরিচালক নাজিফ আদনান ও আহসান আল জাওয়াদ মাহী, অফিস সম্পাদক জায়হান উদ্দিন ওমর।

থিয়েটার বিভাগ এর পরিচালক তৌহিদ আলম মন্ডল, সহকারী পরিচালক রবিউল ইসলাম ফয়সাল এবং নাজমুল ইসলাম ইমন

ক্বিরাত বিভাগ এর পরিচালক ক্বারি মুমিনুল ইসলাম, সহকারী পরিচালক কামরুল হাসান মেহেদী, অফিস ও অর্থ সম্পাদক হাফেজ যায়েদ বিন দেলোয়ার।

আবৃত্তি, উপস্থাপনা ও শিল্প বিভাগ এর পরিচালক তাহসিন মাহমুদ, সহকারী পরিচালক আতাউর রহমান আকিব।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক শিল্পী হাফেজ নিয়ামুল হোসাইন।

বার্তাপ্রেরক
সাইফুল মামুন
প্রচার সম্পাদক, সাইমুম শিল্পীগোষ্ঠী

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads

Ads