সাইমুম শিল্পীগোষ্ঠীর জনপ্রিয় কিছু ইসলামিক গান | সাইমুম বার্তা আপডেট








কথা ও সুর: মুহাম্মদ মুহিবুল্লাহ
অ্যালবাম: বন্ধন, সাইমুম-৫৭
-----------------------
******** লিরিক্স ********

সত্যের সংগ্রামে ফোটা ফুল.
ভেঙ্গে দিল জীবনের শত ভুল
সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে
আমাদের কেন যেন ডেকে যায় ॥

সেই ডাক ভেসেছিল বাতাসে
সাড়া দিল শত তারা আকাশে
নদীর ও কলতান হৃদয় মধুবন
সেই ডাক নাড়া দেয় চেতনায় ॥

সেই ডাক বিপ্লবী কুরআনের
মৃত্যুর ঘণ্টা যে জালিমের
দুটি চোখে নেই ঘুম
কেঁদে ফেরে মজলুম
মুক্তির দিশা তারা পেতে চায় ॥

সেই ডাক সুমহান আল্লাহর
তার পথে ডাকে শুধু বারবার
হতে হবে নির্ভীক
সত্যের সৈনিক
ইসলামী বিপ্লবী ডাকে আয় ॥


----------------------------------------------------------------------------------------------------------------------------


কথা: শফিকুল ইসলাম রুবেল
সুর: রবিউল ইসলাম ফয়সল
অ্যালবাম: কিশোরদের গান, সাইমুম-৩৮
-----------------------
******** লিরিক্স ********

বাতাসের ঝিরিঝিরি শব্দে শুনি
আল্লাহ নামের গান
সুনীল আকাশে ঐ মেঘের ভেলা
জপে তোমার নাম ॥

স্নিগ্ধ সকালের ঝিকিমিকি রোদ
গোধূলির ওই লালিমা
রাতের আকাশ ভরা তারার মেলা
গাইছে তোমার মহিমা
তোমার প্রেমেতে ব্যাকুল ধরা
করছে সদা গুণগান ॥
অঝোরে ঝরে পড়া বাদল ধারা
ঢেউ খেলানো সাগর
ঝিলের বুকে ফোটা শাপলা কমল
তোমার জিকিরে বিভোর
সৃষ্টিকূলে তাই শ্রেষ্ঠ হয়ে
স্মরি তোমার নাম ॥

-----------------------------------------------------------------------------------------------------------------------------



কথা ও সুর: সুমন আজিজ
অ্যালবাম: কিশোরদের গান, সাইমুম-৩৮
-----------------------
******** লিরিক্স ********
আকাশটা গড়েছ আল্লাহ তুমি
বৃক্ষ তরুলতা সবুজ ভূমি
বয়ে যাওয়া পবনের সুরে
তোমার মধুর নামটি শুনি
আল্লাহু আল্লাহু আল্লাহু ॥
পাহাড়ের বুক চিরে ঝর্ণাধারা
ছুটে চলে সাগর পানে
বন বীথিকা প্রাণ খুঁজে পায়
সেও প্রভু তোমার দানে
কোকিলের কুহু কুহু সুরে
তোমার মধুর নামটি শুনি ॥
ভ্রমরের গুনগুন গুঞ্জরণে
মুখরিত ফুলেল ধরা
পিউ পাপিয়ার গানের সুরে
জেগে ওঠে ঘুমের পাড়া
আজানের সুমহান সুরে
তোমার মধুর নামটি শুনি ॥

-----------------------------------------------------------------------------------------------------------------------------



কথা ও সুর: আবু রায়হান
অ্যালবাম: সাইমুম হাওয়া, সাইমুম-৫৪
-----------------------
******** লিরিক্স ********

হে প্রিয় রাসূল
তুমি আছো মোর জীবনে অনুপ্রেরণা
স্মরে হৃদয়ে আজ তোমায় ভুলতে আমি পারি না।

আমি যদি হতাম মরুর ঐ পথ
জীবনে কী চাওয়ার আর থাকতে পারে
পদধুলি পেতাম হে দয়ার নবী
আহলান সাহলান সালাম তোমারে
সারা মন জুড়ে শুধ তোমারি নাম
তোমারে কখনো ভোলা যায় না।
বোঝেনি তোমারে কত যে মন
চিনেছে পশু-পাখি গাছ গাছালি বন
পরকালে মোরে শাফায়াত করিও
তোমারে সারাক্ষণ জপে এই মন
তোমায় ভেবে উতল তনু মন
আঁকড়ে ধরি যেন কোরআন হাদীস
কখনো আমি তা ছাড়বো না।

-------------------------------------------------------------------------------------------------------------------------------



কথা ও সুর: মুহাম্মাদ ইলিয়াস
অ্যালবাম: সাইমুম হাওয়া, সাইমুম-৫৪
-----------------------
******** লিরিক্স ********
তুমি ফুল বাগিচার ফুল
তুমি মানব জাতির কুল
তোমার পরশে এই ধরা
যেন হলো পাগলপারা
তুমি দোজাহানের নেতা ওগো
নেই যে তোমার তুল।
তুমি এলে ভুবন মাঝে
নিয়ে জ্যোতির আলো
তোমার আগমনে সবাই
দুঃখ ভুলে গেল
মানবের কা-ারী তুমি মদিনার বুলবুল।
তোমার শাফায়াতে সবাই
পার হবে পুলসিরাত
তোমার ভালবাসা পেলে
প্রভু দেবেন নাজাত
সাইয়্যেদুল মুরসালিন তুমি মুহাম্মাদ রাসূল।

--------------------------------------------------------------------------------------------------------------------------------



গানঃ সিয়ামের বাঁকা চাঁদ
কথা ও সুরঃ শফিক আদনান
-----------------------
******** লিরিক্স ********

সিয়ামের বাঁকা চাঁদ হেঁসে হেঁসে বলে যায় আবার এলো ফিরে রমজান পাপের কালিমা ধুয়ে জান্নাতি পথ ছুঁয়ে চারিদিকে জীবনের জয়গান আহালান সাহালান মারহাবান রমজান। আল্লাহ বলেছেন রোজা আমার আমি রোজার পুরুষ্কার আল্লাহ যদি আমাদের হয়ে যায় বলো অন্য কিছুর আর কি দরকার তাই প্রান খুলে রোজা রাখো ইবাদতে রতো থাকো সকল পাপকে করো কুরবান আহসালান সাহালান মারহাবান রমজান জান্নাতি রহমত নাও লুফে নাও হৃদয় করো পরিষ্কার রিপুর তারোনাগুলো মন থেকে দূরে ঠেলে নাজাতের পথে চলো দুর্নিবার এসো সাম্যের পথে চলি হিংসা বিবেধ ভুলি এটাই সিয়ামের আহবান আহালান সাহালান মারহাবান রমজান







Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads