১৭ ডিসেম্বর, ২০২৪, রাজধানীর মগবাজারের প্রাণকেন্দ্র আলফালাহ মিলনায়তনে গতকাল সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৫ সেশনে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইমুমের প্রতিষ্ঠাতা সদস্য উস্তাদ তাফাজ্জল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন সাইমুমের সাবেক পরিচালক শরীফ বায়েজিদ মাহমুদ, মাহফুজুর রহমান চৌধুরী (কচি), সসাস এর নির্বাহী পরিচালক আহমদ তাওফিক, সাইমুমের সাবেক পরিচালকদের মধ্যে আরো রয়েছেন শিল্পী আমিনুল ইসলাম, বদিউর রহমান সোহেল, আব্দুল্লাহিল কাফী, এবিএম নোমান, এবং প্রশিক্ষক হাসিনুর রব মানুসহ অন্যান্য গুণীজন।
বক্তব্যে অতিথিরা সাইমুমের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে নতুন প্রজন্মের শিল্পীদের এই সংগঠনে যুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
সাক্ষাৎকার গ্রহণের দায়িত্বে ছিলেন উস্তাদ তাফাজ্জল হোসাইন
খান, মাহফুজুর রহমান চৌধুরী (কচি), শরীফ বায়েজিদ
মাহমুদ, আমিনুল ইসলাম, বদিউর রহমান সোহেল, আব্দুল্লাহিল
কাফি, এবিএম নোমান, আব্দুল্লাহ আল নোমান, আতিক তাশরীফ, এ কে জিলানী এবং শফিকুল ইসলাম রুবেলসহ সাইমুমের বর্তমান
দায়িত্বশীলবৃন্দ। সাক্ষাৎকারে অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উজ্জ্বল ভবিষ্যৎ
নির্মাণে তাদের আগ্রহ এবং উদ্দীপনা অতিথিদের মুগ্ধ করেছে।
উদ্বোধনী বক্তব্য এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইমুমের পরিচালক জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাইমুমের সহকারী পরিচালক হাফেজ নিয়ামুল হোসাইন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাইমুমের বর্তমান দায়িত্বশীলবৃন্দ। সার্বিকভাবে সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনটি সম্পন্ন হয়।
বার্তা প্রেরক,
সাইফুল মামুন
প্রচার সম্পাদক, সাইমুম
শিল্পীগোষ্ঠী
একটি মন্তব্য পোস্ট করুন