ঢাকা, ১২ আগস্ট ২০২৪: আজ ১২ই আগস্ট সোমবার সকালে সাইমুম শিল্পীগোষ্ঠীর দায়িত্বশীলরা
বাংলাদেশের খ্যাতনামা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মতিউর রহমান মল্লিকের ১৪তম মৃত্যুবার্ষিকীতে
তার কবর যিয়ারত করেন। কবি মল্লিক ২০১০ সালের ১২ই আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে
ইন্তেকাল করেন এবং তাকে মিরপুরের কালশী কবরস্থানে সমাহিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে
কিডনি সমস্যায় ভুগছিলেন।
সাইমুম শিল্পীগোষ্ঠীর
সাবেক পরিচালক আব্দুল্লাহ আল নোমান, বর্তমান পরিচালক জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক
নিয়ামুল হোসাঈন,অফিস সম্পাদক মোরশেদুল ইসলাম, শিশু পরিচালক আল মাহমুদ ও শিশু সহকারী
পরিচালক কে এম সাব্বির উপস্থিত ছিলেন।
কবি মতিউর রহমান মল্লিক তার কর্মজীবনে অসংখ্য গান, কবিতা ও সাহিত্য রচনা করেছেন এবং সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন। তার প্রতিষ্ঠিত সংগঠনগুলোর মধ্যে অন্যতম সাইমুম শিল্পীগোষ্ঠী, যা দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কবর জিয়ারত শেষে, কবির রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
-প্রেস
বিজ্ঞপ্তি,
সাইমুম শিল্পীগোষ্ঠী
একটি মন্তব্য পোস্ট করুন