কবি মতিউর রহমান মল্লিকের কবর যিয়ারতে তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা ও সাইমুম পরিবার

 

নবীন ও প্রবীণ শিল্পীরা কবির কবর জিয়ারত করছেন

সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও “মানবতার কবি” কবি মতিউর রহমান মল্লিক ২০১০ সালের ১২ই আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তাকে রাজধানীর মিরপুরে কালশী কবরস্থানে সমাধিস্থ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। আজ ৩১শে মার্চ সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রবীণ ও বর্তমান শিল্পীবৃন্দ তার কবর যিয়ারাত করেন।

শুক্রবার আনুমানিক সকাল সাড়ে নয়টার সময় রাজধানীর মিরপুরে অবস্থিত কালশী কবরস্থানে সবাই একত্রিত হয়, যেখানে কবি মল্লিক চিরনিদ্রায় শায়িত আছেন। উক্ত জিয়ারাতে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট গীতিকার, সুরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাফাজ্জল হোসাইন খান, সাইমুমের প্রবীণ শিল্পী রাশেদুল হাসান তপন, সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক হাসানাত আব্দুল কাদের, বিশিষ্ট সুরকার গোলাম মাওলা। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইস্রাফিল হোসাইন, সাইমুমের সাবেক পরিচালক শিল্পী আব্দুল্ললাহ আল নোমান, বর্তমান পরিচালক শিল্পী আতিক তাশরীফ এবং বর্তমান দায়িত্বশীলবৃন্দ। সবশেষে কবির রূহের মাগফিরাতের জন্য দোয়া-মোনাজাত করা হয়।



Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads