সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রীতি ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট '২২ অনুষ্ঠিত

 

ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর আন্তঃ বিভাগীয় শিল্পী ও দায়িত্বশীলদের অংশগ্রহণে সম্পন্ন হলো প্রীতি ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট'২২ এর বাছাই পর্ব। বিজয়ীদের নিয়ে শীঘ্রই আয়োজিত হবে ফাইনাল ম্যাচ।

প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট'২২ (৪টি দল) হলো-

১. কবি কাজী নজরুল ইসলাম একাদশ ২. কবি আল মাহমুদ একাদশ ৩. কবি ফররুখ একাদশ ৪. কবি মতিউর রহমান মল্লিক একাদশ

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মঙ্গলবার (২৬জুলাই) সকালে রাজধানীর দু’টি খেলার মাঠে ক্রিকেট এবং ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

কবি মতিউর রহমান মল্লিক একাদশ
কবি মতিউর রহমান মল্লিক একাদশ

প্রথমে মল্লিক গ্রুপ এবং ফররুখ গ্রুপের মধ্যে খেলা হয়। ফররুখ গ্রুপ টসে জিতে মল্লিক গ্রুপকে ব্যাটিংয়ের জন্য আহ্বান জানান। মল্লিক গ্রুপ ব্যাট করতে নেমে ৮ ওভারে (০৮) ৫টি উইকেট (৮) হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে।

ফররুখ গ্রুপ ৯৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭৯ রান করে। ফলে মল্লিক গ্রুপ ১৭ রানে বিজয়ী হয়। উক্ত খেলার আম্পায়ার হিসেবে ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক জাবির আল মাহমুদ।

২য় ম্যাচঃ নজরুল গ্রুপ এবং আল মাহমুদ গ্রুপের মধ্যে খেলা হয়। নজরুল গ্রুপ টসে জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামে। নজরুল গ্রুপ ব্যাট করতে নেমে ৮ ওভারে (০৮) ৮১ রান করে।

কবি ফররুখ একাদশ
কবি ফররুখ একাদশ

আল মাহমুদ গ্রুপ ৮২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখে বিজয়ী হয়।

উক্ত খেলা পরিচালনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক আতিক তাশরীফ। তিনি বলেন খুব শীঘ্রই বিজয়ী দল দু’টি কে নিয়ে ফাইনাল ম্যাচের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহঃ পরিচালক একে জিলানী এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।


2 মন্তব্যসমূহ

  1. আসলে খেলায় যারা হেরেছে তাদের জন্য অনেক আসা আমাদের দুই টিমের যেন তারা পরে আমাদের হারাতে না পারে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads

Ads