সেরা শিল্পীদের কণ্ঠে সেরা কিছু ইসলামিক গান | সাইমুম শিল্পীগোষ্ঠী | সাইমুম আপডেট


সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে শুনুন জনপ্রিয় কিছু ইসলামিক গান, যা আপনার মন ছুয়ে যাবে।


কথা ও সুর: আবু রায়হান
অ্যালবাম: সাইমুম হাওয়া, সাইমুম-৫৪
-----------------------
******** লিরিক্স ********

হে প্রিয় রাসূল
তুমি আছো মোর জীবনে অনুপ্রেরণা
স্মরে হৃদয়ে আজ তোমায়
ভুলতে আমি পারি না।

আমি যদি হতাম মরুর ঐ পথ
জীবনে কী চাওয়ার আর থাকতে পারে
পদধুলি পেতাম হে দয়ার নবী
আহলান সাহলান সালাম তোমারে
সারা মন জুড়ে শুধ তোমারি নাম
তোমারে কখনো ভোলা যায় না। 

বোঝেনি তোমারে কত যে মন
চিনেছে পশু-পাখি গাছ গাছালি বন
পরকালে মোরে শাফায়াত করিও
তোমারে সারাক্ষণ জপে এই মন
তোমায় ভেবে উতল তনু মন
আঁকড়ে ধরি যেন কোরআন হাদীস
কখনো আমি তা ছাড়বো না।



------------------------------------------------------------------

কথা ও সুর: সুমন আজিজ
অ্যালবাম: কিশোরদের গান,সাইমুম-৩৮
-----------------------
******** লিরিক্স ********

আকাশটা গড়েছ আল্লাহ তুমি
বৃক্ষ তরুলতা সবুজ ভূমি
বয়ে যাওয়া পবনের সুরে
তোমার মধুর নামটি শুনি
আল্লাহু আল্লাহু আল্লাহু ॥

পাহাড়ের বুক চিরে ঝর্ণাধারা
ছুটে চলে সাগর পানে
বন বীথিকা প্রাণ খুঁজে পায়
সেও প্রভু তোমার দানে
কোকিলের কুহু কুহু সুরে
তোমার মধুর নামটি শুনি ॥

ভ্রমরের গুনগুন গুঞ্জরণে
মুখরিত ফুলেল ধরা
পিউ পাপিয়ার গানের সুরে
জেগে ওঠে ঘুমের পাড়া
আজানের সুমহান সুরে
তোমার মধুর নামটি শুনি ॥


 ----------------------------------------------------------------------------------------

গানঃ সিয়ামের বাঁকা চাঁদ
কথা ও সুরঃ শফিক আদনান
-----------------------
******** লিরিক্স ********

সিয়ামের বাঁকা চাঁদ হেঁসে হেঁসে বলে যায়
আবার এলো ফিরে রমজান
পাপের কালিমা ধুয়ে জান্নাতি পথ ছুঁয়ে
চারিদিকে জীবনের জয়গান
আহালান সাহালান মারহাবান রমজান।

আল্লাহ বলেছেন রোজা আমার
আমি রোজার পুরুষ্কার
আল্লাহ যদি আমাদের হয়ে যায় বলো
অন্য কিছুর আর কি দরকার
তাই প্রান খুলে রোজা রাখো
ইবাদতে রতো থাকো
সকল পাপকে করো কুরবান
আহসালান সাহালান মারহাবান রমজান 

জান্নাতি রহমত নাও লুফে নাও
হৃদয় করো পরিষ্কার
রিপুর তারোনাগুলো মন থেকে দূরে ঠেলে
নাজাতের পথে চলো দুর্নিবার
এসো সাম্যের পথে চলি
হিংসা বিবেধ ভুলি এটাই সিয়ামের আহবান
আহালান সাহালান মারহাবান রমজান।



-----------------------------------------------------------------------------

কথা: খোরশেদ আলম
সুর: মশিউর রহমান
অ্যালবাম: জীবন নামের ছোট্ট ঘুড়ি, সাইমুম-১৯
-----------------------
******** লিরিক্স ********  

আল্লাহ তুমি অপরূপ
নেই যে তোমার তুলনা
তুমি বড় দয়াবান
তোমার তো নেই সীমানা ॥ 

মৌমাছি ফুলে ফলে বনে বনে
তোমারই গুণ গাহে গুঞ্জরনে
এই ধরণী করেছো সৃজন
এসব তোমার করুণা ॥

 তোমার মায়া তোমার দয়া
পৃথিবী জুড়ে তোমার ছায়া।

 লাখো কোটি মুমিনের মনে প্রাণে
কোকিলের কুহু কুহু মধুর গানে
দিয়েছ তুমি কী সুধা
তুমি মনের বাসনা ॥


 ------------------------------------------------------------------------------------------

কথা: আবু তাহের বেলাল
সুর: হাসিনুর রব মানু
অ্যালবাম: তোমাকেই শুধু মনে হয়, সাইমুম-১৫
-----------------------
******** লিরিক্স ******** 

রহীম করিম অশেষ অসীম
আমার প্রভু তুমি দয়াময়

ঝরনার পাশে দাঁড়ালে
জোসনার দিকে তাকালে
তোমার কথা মনে হয়
পাংশু মেঘের আড়ালে
ঐ চাঁদ তারা হারালে
তোমার কথা মনে হয় ॥

তোমার দানের নেই তুলনা
তোমার দয়ার নেই উপমা
এই পৃথিবী আকাশ মাটি
তোমার প্রেমে পায় সুষমা
তোমার নূরে দীপ জ্বালিয়ে
করলে জাহান আলোময় ॥

তোমার কথায় বৃষ্টি নামে
তোমার ছোঁয়ায় পুষ্প ফোটে
সাগর পানে মিলন মোহে
ক্লান্ত হাজার নদী ছোটে
দূর করে দাও প্রেম বিরহে
আমার সকল পরাজয় ॥


----------------------------------------------------------------------------------------------------

কথা: আবু তাহের বেলাল
সুর: আমিনুল ইসলাম
অ্যালবাম: জীবন নামের ছোট্ট ঘুড়ি, সাইমুম-১৯
-----------------------
******** লিরিক্স ********

ফেরেশতারা নিমেষহারা
তোমার প্রেমের পাগলপারা
মাতোয়ারা বৃক্ষ তরু
সাগর নদী ঝর্ণাধারা ॥

দূর আকাশের চন্দ্র তারা
যখন তোমার পায় ইশারা
অমনি প্রেমে হয় যে বিভোল
হয় যে আকুল দিশেহারা ॥

আমার মত অধম যারা
ভুল পথে রয় কেবল তারা
নেয় না মুখে তোমার কালাম
পাপে তাপে হয় যে সাড়া।

তোমার নামে পড়ক সাড়া
উঠুক জেগে ঘুমের পাড়া
আমার প্রাণেও জাগার সাহস
দাও ছড়িয়ে হিসেবে ছাড়া ॥


--------------------------------------------------------- ---------------------------- 

কথা: আবদুল্লাহ আল কাফী
সুর: মশিউর রহমান
অ্যালবাম: আলোর প্রভা, সাইমুম-৫৯
---------------------------------------------
******** লিরিক্স ********
 

আমি তোমার প্রেমের রঙ হৃদয়ে মেখে
তোমার গুনগান গেয়ে যাই
তোমার প্রেমে পাগল হয়ে
আমার এ গান শুধু গেয়ে যাই।

 আকাশের তারারা মিটিমিটি জ্বলে
তোমার নূরের ছোঁয়া চাঁদ বুকে নিয়ে
জোসনা ঢালে
আমার হৃদয়ে দাও তোমারি আলো
সে আলোতে এ জীবন হবে রোশনাই। 

সূর্যের আলোতে ভুবন হাসে
পাহাড় দাঁড়িয়ে আছে শত বছর ধরে
তোমার ইশারাতে
তোমার করুণায় ভরা এ পৃথিবী
তোমার প্রেমে মন রাঙ্গাতে চাই।




Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads