সাইমুমের সাবেক শিল্পীদের নিয়ে শুকরিয়া এ্যালবামের থিম সং | Shukriya | Shukriya Album


আমাকে করেছো মুমিন মুসলমান এইতো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া ॥ নিত্য তোমার প্রেম পরশে কাটুক আমার জিন্দেগী সকল কাজে আমি যেন করি তোমার বন্দেগী রিজিক দিও হালাল পথে হয় না যেন হারাম খাওয়া ॥ হেরার আলোয় দাও দেখিয়ে মুস্তাকিমের ঠিকানা দীন কায়েমের কঠিন পথে জোগাও প্রাণে সান্ত¦না মরণ দিও শাহাদাতের শোনো গোলামের প্রার্থনা ॥ কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads

Ads