হৃদয় জাগানো গান | Jodi Kotha Daw Bondhu | যদি কথা দাও বন্ধু | Raad Ezama | Bangla Islamic Song
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক-শ্রোতা, ইসলামী সংস্কৃতির অগ্রপথিক এই সংগঠনের নিয়মিত পরিবেশনাগুলো নির্মাণে আর্থিক সংকটের কথা সকলেরই জানা । তাই ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সাইমুমকে ডোনেট করুন। বিকাশ করুনঃ 01911663770 (ফোন করে নিশ্চিত করুন ) এছাড়া চাইলে আপনার প্রতিষ্ঠানের স্পন্সর দিতে পারেন। স্পন্সরের জন্য উপরের নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের মেইল করুনঃ saimuminfo@gmail.com সাইমুমের গানগুলো দেখুন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন | আর কমেন্টে জানান আপনার অনুভুতি।।শিল্পী: রা'আদ ইজামা
কথা: মোকাররম হোসাইন
সুর: দিদারুল ইসলাম।
--------------------------
******** লিরিক্স ********
যদি কথা দাও বন্ধু
দ্বীনের পথে দৃঢ় থাকবে
যদি কথা দাও দ্বীন কায়েমে
অগ্রনী ভূমিকা রাখবে
তবে তোমাকেই গান শুনাবো
যে গানে হৃদয়টা জাগবে।
আমার গানে যদি তোমার প্রাণেে
ঈমানী দ্বীপ্তি ছড়ায়
আমার সুরে যদি সবার মনে
জিহাদী প্রেরণা জোগায়।
তাহলে আমার এ কন্ঠ
আন্দোলনের কাজে লাগবে।
আমার এ গান যদি জাগাতে পারে
মুক্তির নব চেতনা
আমার এ সুর যদি ভোলাতে পারে
আঘাতের শত বেদনা।
তাহলে আমার এ কন্ঠ
সকল বাধাকে রুখবে।
একটি মন্তব্য পোস্ট করুন